৪০ দিনের প্রকল্পের কাজ বাস্তবায়নে কাজ করছে চেয়ারম্যান আশরাফুল আলম সাব্বির
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ সদর উপজেলার ৩ নং বোররচর ইউনিয়নে ৪০ দিনের প্রকল্পের কাজ বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তরুণ চেয়ারম্যান ইঞ্জিঃ মোঃ আশরাফুল আলম সাব্বির। প্রকল্পের আওতায় ৩ নং বোররচর ইউনিয়নের বার্তীপাড়া বোরহানের বাড়ি হতে হরমুজের বাড়ি পর্যন্ত রাস্তার উন্নয়ন, বৈঠামারা নূরের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার এবং রাঘবপুর ঈদগাহ্ মাঠ হতে ফারুকের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ৩ নং বোররচর ইউনিয়নের দুই দুইবারের সফল, স্বনামধন্য চেয়ারম্যান মৃত শওকত আলীর সুযোগ্য সন্তান সদা হাস্যজ্জল, তরুণ, মেধাবী চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম বলেন ৩ নং বোররচর ইউনিয়নের মানুষের আর্থসামাজিক উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে যাতায়াত ব্যবস্থার উন্নয়ন। সেই দিকটি মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানে দায়িত্ব পাওয়ার পর থেকে রাস্তাঘাটের উন্নয়নে কাজ করে যাচ্ছি। চেষ্টা করছি ইউনিয়ন পরিষদে সেবার মান বৃদ্ধি করে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে। আমি দায়িত্ব পাওয়ার অল্প সময়ের মাঝে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডেই উন্নয়ন করার চেষ্টা করেছি। ইউনিয়ন বাসীর মাঝে সঠিক নিয়মে বন্টন করা হয়েছে ভিজিএফ, ভিজিডি, টিআর, কাবিখা, কাবিটা, ইজিপিপি, বয়স্ক ভাতা সহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা। শুধু আমি নই এই ৩ নং বোররচর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মেম্বারগণ এই ইউনিয়নের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এ সময় ৪০ দিনের প্রকল্পের কাজ পর্যবেক্ষণ করতে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের জয়নাল মেম্বার, ২ নং ওয়ার্ডের জুলহাস মেম্বার, ৩ নং ওয়ার্ডের তৈয়ব মেম্বার, ৪ নং ওয়ার্ডের মানিক মেম্বার, ৫ নং ওয়ার্ডের মকবুল মেম্বার, ৬ নং ওয়ার্ডের ইন্তাজ মেম্বার, ৭ নং ওয়ার্ডের ফারুক মেম্বার, ৮ নং ওয়ার্ডের দেলোয়ার মেম্বার, ৯ নং ওয়ার্ডের জাহাঙ্গীর মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।