হেমলেট ছাড়া মোটরসাইকেল চালালেই ধরবে পুলিশ
মোঃ ইমরান হোসেন, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে রেঞ্জের অতিঃ ডিআইজি আবিদা সুলতানা’,র উপস্থিতিতে জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম’র নেতৃত্বে সদর সার্কেল, ওসি কোতোয়ালী, ট্রাফিক ইন্সপেক্টর সহ অফিসার ফোর্স সঙ্গীয় নগরীর টাউন হল মোড়ে আজ হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের সর্তকতা করেন এসপি।হেমলেট ছাড়া যে কেউ রাস্তায় বের হলে ধরবে পুলিশ।কেউ হেমলেট ছাড়া গাড়ি চালাবেন না।নিজে বাঁচুন অন্য সচেতনতা করতে সাহায্য করুন।কাউকে হেমলেট ছাড়া পেলে হবে জরিমানা করবে পুলিশ, শুনবেনা কোন তদবির।
হেমলেট ছাড়া মোটরসাইকেল চালালেই ধরবে পুলিশ