হরিণাকুণ্ডুতে চলন্ত ইজিবাইক চালককে কুপিয়ে জখম
হরিণাকুণ্ডু(ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাজেদ আলী (৩৮) নামে এক ইজিবাইক চালককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহত,মাজেদ আলী রিশখালি গ্রামের জুমাত আলীর ছেলে।
শনিবার (৬ মে)দুপুরে উপজেলার তৈলটুপি সাধুহাটি
সড়কের আমেরচারা ও পারদখলপুর মাঠের মাঝে সড়কের ওপর এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাজেদ জানান,
তিনি ইজিবাইক চালিয়ে সাধুহাটি থেকে হরিণাকুণ্ডুর দিকে আসছিলেন। ঘটনাস্থলে পৌছলে ৫/৭জন দুর্বৃত্তা চলন্ত গাড়ি থামিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। তিনি দুর্বৃত্তদের কাউকে চিনতে পারেননি বলেও জানান।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন,ওই ইজিবাইকের যাত্রীদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে।পরে তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের চিকিৎসক তরিবুল ইসলাম জানান,আহতের পিঠের ডান পাশে এবং ডান হাতের কব্জির নিচে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার অবস্থা গুরতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ বলেন,ঘটনাটি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। দুর্বৃত্তদের ধরতে পুলিশ কাজ করছে।জমিজায়গা নিয়ে দ্বন্দের কারনে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন আছে।