“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে সুশিক্ষিত ও সুনাগরিক হতে হবে” মসিক মেয়র
মোঃ ইমরান হোসেন, ময়মনসিংহ প্রতিনিধিঃ
আজ ২২মার্চ মঙ্গলবার বিকাল ০৩টায় জনসন রোড,স্টার কাবাব ৪র্থ তলা ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদ কতৃক আয়োজিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ত ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মাননীয় মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা জনাব মোঃ ইকরামুল হক টিটু।
এ সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ শোয়াইব-উল-ইসলাম তরফদার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহীম ফরাজী, সাধারণ সম্পাদক এস এম আকতার হোসেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আবু ইমাম গাজ্জালী, সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান আদি সহ ছাত্রকল্যাণ পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।