সিসি ক্যামেরা ও ওয়ার্ড অফিস উদ্বোধন করেন মসিক মেয়র টিটু
আজ শনিবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ৪নং ওয়ার্ড অফিস এবং গুরুত্বপূর্ণ সড়কে স্থাপিত ৬৪টি সিসি ক্যামেরা শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
এ সময় তিনি বলেন, ওয়ার্ড অফিস হলো নাগরিক সেবাদান কেন্দ্র আর এলাকায় সিসি ক্যামেরার স্থাপনের ফলে নাগরিকদের জানমালের নিরাপত্তা বিধানে সহায়ক হবে। নগরীর ৪ নং ওয়ার্ডে ড্রেন, ফুটপাত, রাস্তা, কালভার্ট ও সড়কবাতি স্থাপন সহ ব্যাপক উন্নয়নে মেয়র টিটুকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন কাউন্সিলর মাহবুবুর রহমান দুলাল।
এ সময় ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শাম্মী আক্তার মিতু, সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, বীর মুক্তিযোদ্ধা আঙ্গুর, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক রাশেদুজ্জামান রোমান, সিডিসি গোহাইলকান্দি ক্লাস্টারের সভানেত্রী স্বপ্না, মহানগর ওয়ার্ড আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকে উপস্থিত ছিলেন।