সিরাজগঞ্জে রাতের অন্ধকারে ২০ শতক জমির খিরার গাছ উপরে দিলো দুর্বৃত্তরা
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সবেমাত্র খিরার গাছগুলোতে ফল ধরা শুরু করেছে । কিন্তু ওই ফল বড় হওয়ার আগেই খিরার গাছ গুলো রাতের অন্ধকারে উপরে ফেলেছে দুর্বৃত্তরা। শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন কৃষক নুরুল ইসলাম ।
বৃহস্পতিবার (৯মার্চ ) দিবাগত রাতে উল্লাপাড়া উপজেলা বড়হার ইউনিয়নে গুয়াগাতি গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় কয়েক জন কৃষক বলেন, সকালে মাঠে কাজ করতে গিয়ে খিরার টালের সকল গাছ উপরে ফেলেছে কে বা কারা।পরে জমির মালিক কে খবর দেয়!
সিরাজগঞ্জে রাতের অন্ধকারে ২০ শতক জমির খিরার গাছ উপরে দিলো দুর্বৃত্তরা
ক্ষতিগ্রস্ত কৃষক নুরুল ইসলাম বলেন,ঘটনার আগের দিন পাশের পাগলা গ্রামের কয়েক জন আমার জমি থেকে খিরা তোলে আমাকে না বলে তার জন্য তাদের সাথে আমার কথা কাটাকাটি হয় এবং তারা হুমকি দেয় যে সব গাছ উপরে দিবো তারাই আমার সব গাছ উপরে দিছে । কৃষক আরো বলেন ধারদেনা ও এনজিও থেকে ঋণ নিয়ে খিরা চাষ করেছি। গত বছর এ জমি থেকে এক লাখ টাকার খিরা বিক্রি করেছিলাম। এ বছর দের লাখ টাকার খিরা বিক্রির স্বপ্ন ছিল। কিন্তু দুর্বৃত্তরা সেই স্বপ্ন রাতের আঁধারে ভেঙে দিয়েছে।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ রাসেল মেম্বর বলেন আমি ঘটানা জানার পরে সরেজমিনে গিয়ে দেখেছি, রাতের আধারে কে বা কারা খিরা গাছ উপরে ফেলেছে সঠিক ভাবে তদন্ত করে সমাধান করার চেষ্টা চলছে।
সিরাজগঞ্জে রাতের অন্ধকারে ২০ শতক জমির খিরার গাছ উপরে দিলো দুর্বৃত্তরা