সাগর কেঁদেছিল একবার নদীকে কাঁদতে হবে একযুগ!
কলমেঃ কাকলী চক্রবর্তী
কথায় বলে “প্রতিশোধ”
জ্বলবে, পুড়বে, ছাই হবে,
ভেতরটা পুড়ে হবে একদম মরিচা।
যার কোন থাকে না মূল্য। সবটুকু যেনো ঘুনে খাওয়ার মতই হয়ে যায়, পরন্তু ঝড়ে পড়ে।
নদীর কান্নার কোলাহল দেখে সাগরও প্রতিহিংসার চোখে বলে উঠে,”বেশ হয়েছে!”
নেই সান্ত্বনা, নেই তার কোনো সহানুভূতি!
“কেনোই দেখাবে সে?” সাগরের বুঝি কষ্ট থাকতে নেই!
অভিমান, বেজায় অভিমান হয়েছে এবার সাগরের।
বারি বলে বয়ে চলে, তার জলরাশির ক্ষুদ্র কণিকায় যে লুকানো কষ্ট নিয়ে বয়ে বেড়ায় হাজারো পথ! সেই মাহাত্ম্য অনুসন্ধান করে ক’জন?
শুধু নদীর উপচে পড়া পানির শব্দে বিচার করে বসো তোমরা, আমি ই কষ্ট দেই! আবার আহাজারির রোল বসানো পাড়ে ভিড় জমায় কতক কবির দল।
এসো না একবার আমার কাছে! দেখে যাও আমি সাগরও নদীর মতই অসুখী।
অভিমান কি আমার থাকতে নেই!