নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্য লক্ষ্মণ চন্দ্র সূত্র ধরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসকরা ঢাকা রেফার করেন। তাঁকে রাতেই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়।
লক্ষ্মণ চন্দ্র সূত্র ধর গত বুধবার সকালে বুকে ব্যথা অনুভব করেন। সাথে সাথে তাঁকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে প্রাথমিকভাবে দেখে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়। সেখানে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা চলতে থাকে। বিকেলে তাঁর রক্ত পরীক্ষায় ডাক্তার কিছুটা সমস্যা দেখতে পান। সে জন্য উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা প্রেরণ করা হয়।
উল্লেখ্য, লক্ষ্মণ চন্দ্র সূত্র ধরের ২০১৩ সালে ওপেন হার্ট সার্জারি করা হয়। তাঁর সুস্থতার জন্য পরিবার এবং প্রেসক্লাবের পক্ষ থেকে সকল সুহৃদের প্রতি দোয়া কামনা করা হয়েছে।