মোঃ এমদাদ বিশেষ প্রতিনিধি
সাংবাদিক গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়ে কি করুম, বাজারে গেলে ঘাম ছুটে যায়, আমাগো মাছ মাংস আর চাইলের স্বাধীনতা লাগবে ।
জাকির হোসেন নামের এক দিনমজুরের কথাগুলো তুলে ধরার অপরাধে,প্রথম আলোর সাভার প্রতিনিধি শামসুজ্জামানকে ২৯ মার্চ ভোররাতে সাদা পোশাকে বিনা ওয়ারেন্টে তুলে নিয়ে পড়ে তাকে গ্রেফতার দেখানো হয় ।
সাংবাদিক গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
সাংবাদিকদের মুখ বন্ধ রাখার হীন প্রচেষ্টা ও সাংবাদিক সামসুজ্জামানকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ,সাথে তাকে নিঃশর্ত মুক্তি দাবি জানাই ।
সাংবাদিকদের মুখ বন্ধ রাখা আর গণতন্ত্রকে কবর দেওয়া সমান ।
যা নয় সেটা তেল মেরে লেখালেখি করলে বাবুরাম খুশি-আর দ্রব্যমূল্য আকাশচুম্বে এটা লিখলে বাবুরাম বেজার-অথচ দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে বলে নিজেরা একে অপরের বিরুদ্ধে সাংবাদিকদের ডেকে নিয়ে সম্মেলন করেন-সেটা প্রচার করলেও অপরাধ -জনগণের কষ্টের কথাগুলো তুলে ধরাও অপরাধ ,সরকারি দলের নেতাকর্মীদের বক্তব্য বা কথাগুলো প্রচার করলেও অপরাধ-
জাতির জানতে চায় সাংবাদিকদের সঠিক কাজ কোনটি ???
সাংবাদিক গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ