সমিতির টাকা পরিশোধে বিলম্ব হওয়ায় তরমুজ চাষীকে মারধর
মো:মামুনুর রশিদ রাতুল, আমতলী(বরগুনা)প্রতিনিধি:
বরগুনার আমতলীতে সমিতির টাকা না দেওয়ায় তরমুজ চাষিকে মারধোর ও ঘর বাড়ি ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে ।
জানা গেছে,শুক্রবার রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলাগ্রামে সমিতির সুদের টাকা না দেওয়ায় শহিদুল ইসলাম (৪৮) ও তার ছেলে মোঃ সোহাগ (২৮), মোঃ সজীব (২৩) ও তার স্ত্রী মিনারাবেগম(৪৫)কে পিটিয়ে আহত করেন সমিতির সভাপতি সুজন মৃধাও তার সাথে থাকা সহযোগিরা। আহতরা সুজন মৃধার ভয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না এসে গ্রাম্য ডাক্তারের চিকিৎসা নিয়েছেন। আহতরা ভয়ে ডাক্তার ও দেখাতে পারছেন না তারা জানান।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, জনকল্যাণ নামক এনজিও থেকে গত বছর তরমুজ সিজনে ১লক্ষ টাকা ৪ মাসের মেয়াদে দৈনিক কিস্তিতে ৬ হাজার টাকা পরিশোধের শর্তে ঋণ নেন শহিদুল ইসলাম । গত বছর তরমুজ চাষে লস হওয়ায় সম্পুর্ন টাকা পরিশোধ করতে পারেনি ২০ হাজার টাকা দেয়া বাকি থাকে।
এ বছর শহিদুল ইসলাম পশ্চিমচিলা গ্রামে তরমুজ চাষ করেন শুক্রবার পাইকারদের কাছে তরমুজ বিক্রি করেন এ খবর পেয়ে সুজন মৃধা ও তার শ্যালক জনি গাজীসহ প্রায় ৩০ জন সহযোগি নিয়ে শহিদুল ইসলামের কাছে ৩৯ হাজার টাকা দাবী করেন।শহিদুল ইসলাম তরমুজ বিক্রি শেষ হলে টাকা পরিশোধের কথা বললে সুজন ও তার সাথে থাকা লোকজন শহিদুল ইসলাম ও তার পরিবারের উপর হামলা চালায় এসময় ট্রাক ভর্তি প্রায় ৩০ হাজার টাকা মুল্যের তরমুজ ফেলে দেয়।
এ ব্যাপারে অভিযক্ত সুজন মৃধা বলেন. গত বছর টাকা নিয়েছে টাকা দিতে পারে নাই। এ বছর টাকা চাইতে গেলে শহিদুল ইসলাম ও তার সাথে লোকজন আমার উপর হামলা করেছে । আমি থানা পুলিশে খবর দিলে থানা পুলিশ আমাকে উদ্ধার করে নিয়ে আসেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সমিতির টাকা পরিশোধে বিলম্ব হওয়ায় তরমুজ চাষীকে মারধর