সবাইকে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান মেয়র টিটু’র
মোঃ ইমরান হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি,
বাংলাদেশ আওয়ামী লীগের ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, দেশের উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিতে হবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ মানুষের উন্নয়নের রাজনীতি করে, আওয়ামী লীগের হাত ধরেই দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যায়।
আজ ৪ মার্চ শনিবার বেলা ১১ টায় টাউন হল ভাষা সৈনিক শামসুল হক মুক্তমঞ্চে দেশব্যাপী বিএনপি জামাত চক্রের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
সবাইকে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান মেয়র টিটু’র
ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের অন্তর্গত ১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,১০,১১,১২ নং ওয়ার্ডের নেতাকর্মীরা এ সমাবেশে অংশগ্রহণ করে।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গোলাম ফেরদৌস জিল্লু, সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান আল হোসাইন তাজ, সাবেক সহ-সভাপতি শাহজাহান পারভেজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর শহীদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ, সাবেক আইন সম্পাদক মোঃ তাজুল ইসলাম খোকন।
সমাবেশের সভাপতিত্বে করেন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হাফিজ এবং
সঞ্চালনা করেন ০৭নং ওয়ার্ড আওয়ামী লীগের বিপ্লব সরকার বিল্লু।
এছাড়াও বক্তব্য রাখেন প্যানেল মেয়র -০৩ শামীমা আক্তার, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. রাশিদা তাহমিনা প্রীতি, ১,২,৩ নং ওয়ার্ড মহিলা কাউন্সিল সেলিনা আক্তার, মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আনোয়া খাতুন এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সবাইকে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান মেয়র টিটু’র