শ্রীপুরে ৩ দিনব্যাপী কৃষি মেলা ২০২৩ শুভ উদ্বোধন
মোঃ এমদাদ-শ্রীপুর মাগুরাঃ
মাগুরার শ্রীপুরে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলা ২০২৩ শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
১৬ ই ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে,উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার ওয়াসিম আকরামের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন, মাগুরা এক আসনের সংসদ সদস্য জনাব অ্যাড• সাইফুজ্জামান শিখর ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতর খামারবাড়ি মাগুরার উপ-পরিচালক কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান।
উপস্থিত ছিলেন মাহমুদুল গণি শাহিন, চেয়ারম্যান শ্রীপুর উপজেলা পরিষদ। ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত,
উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খবির হোসেন খান প্রমুখ।
শ্রীপুরে ৩ দিনব্যাপী কৃষি মেলা ২০২৩ শুভ উদ্বোধন
প্রধান অতিথি তার বক্তব্যে তুলে ধরে বলেন =মেধা ও চেষ্টায় কৃষির উন্নয়নে কৃষি কর্মকর্তারা কঠোর পরিশ্রম করে কৃষির উৎপাদনে ব্যাপক ভূমিকা রেখে চলেছে।
শেখ হাসিনা কৃষি ও কৃষকের উন্নয়নে ব্যাপক সহায়তা দিয়ে যাচ্ছে ।
তিনি আরো বলেন ,আমাদের মাগুরার মাটি খুবই উর্বর । তুলনামূলকভাবে জমির পরিমাণ কম হলেও মহান আল্লাহর রহমতে মাগুরার মাটিতে যা চাষাবাদ করেন কৃষকরা সবই সোনার ফলন হয়।
অনুষ্ঠান উদ্ভোদন শেষে বাংলাদেশ কৃষি ব্যাংক শ্রীপুর উপজেলা শাখা কতৃক কৃষকদেরকে কৃষি ঋণ দেওয়া সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যাক্তি বর্গ,
সুশীল সমাজ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।
শ্রীপুরে ৩ দিনব্যাপী কৃষি মেলা ২০২৩ শুভ উদ্বোধন