শ্রীপুর মাগুরা প্রতিনিধিঃ
শ্রীপুরে হনুমানের আক্রমণে সবুজ নামের এক যুবক গুরুতর যখম-অত্যন্ত আশঙ্কা জনকে মাগুরা সদর হাসপাতালে প্রেরণ ।
মাগুরা শ্রীপুরের আমতৈল মধ্যপাড়া গ্রামের সবুজ ২৫ নামের এক যুবক হনুমানের আক্রমণের শিকার হয়েছেন ।
আজ ২৪ মার্চ ২০২৩ পহেলা রমজান শুক্রবার সকাল ১১ টার দিকে তার বাড়ির পাশে একটি হনুমান এসে হঠাৎ তাকে আক্রমণ করে,এতে তার বাম হাত ছিঁড়ে নেওয়ার চেষ্টা করতে থাকলে একপর্যায়ে হাতের মাংস ছিনিয়ে নিয়ে হনুমানটি পালিয়ে যায় ।
তাৎক্ষণিক স্থানীয় সচেতন ব্যক্তিরা তাকে শ্রীপুর উপজেলা দারিয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক, সবুজের শারীরিক অবস্থা অবনতি দেখে তাকে মাগুরা সদর হাসপাতালে প্রেরণ করেন ।
খোঁজ নিয়ে জানা যায় এই হনুমানটি উপজেলা রাজাপুর গ্রামসহ কয়েকটি গ্রামের বহু মানুষের আক্রমণে চলমান ।
বিশেষ করে শ্রীপুর উপজেলার সকল মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে ।
অতএব এই হনুমানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ,
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ওসি মহোদয় উপজেলার চেয়ারম্যান সহ দায়িত্ব রত সকলকে অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী ।
শ্রীপুরে হনুমানের আক্রমনে যুবক যখম