মোঃ এমদাদ শ্রীপুর মাগুরা
শ্রীপুরের বড়ালিদাহা গ্রামে হযরত মাওলানা গোলাম রব্বানীর আগমন
মাগুরা শ্রীপুরের নাকোল ইউপি সাবেক চেয়ারম্যান ও বড়ালীদাহা পূর্ব পাড়া বাইতুল জামে মসজিদের প্রতিষ্ঠাতা, মরহুম চাঁদ আলী মোল্লার এবং সকল মুসলিম উম্মার মাগফেরাত কামনার লক্ষ্যে ,উপজেলার বড়ালীদাহা পূর্ব পাড়া বাইতুল জামে মসজিদ প্রাঙ্গনে ৮ তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল আগামী ১৩ই মার্চ ২০২৩ সোমবার বাদ আসর হইতে অনুষ্ঠিত হবে ।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাগুরা ১ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডঃ সাইফুজ্জামান শিখর ।
প্রধান বক্তা হিসাবে বয়ান পেশ করবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইসলামি চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হযরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী গাইবান্ধা ।
শ্রীপুরের বড়ালিদাহা গ্রামে হযরত মাওলানা গোলাম রব্বানীর আগমন
বিশেষ আকর্ষণঃ দক্ষিণ বঙ্গের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফাসসিরে কুরআন ও ইসলামী সংগীত শিল্পী, হযরত মাওলানা মোঃ রবিউল ইসলাম সাহেব খুলনা ।
বিশেষ বক্তাঃ হযরত মাওলানা হাফেজ ক্বারী মোঃ ইয়াসিন আরাফাত সাহেব, বিএ অনার্স ইসলামী কলামিস্ট এন্ট কামিল আল হাদিস মাগুরা ।
এছাড়াও অন্যান্য আলমেকারেম গন ওয়াজ করবেন ।
উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নেকি হাসিল করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন অত্র মাহফিলের কমিটি বৃন্দ ।
শ্রীপুরের বড়ালিদাহা গ্রামে হযরত মাওলানা গোলাম রব্বানীর আগমন