শেখ রাসেল কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মতলব উত্তর বি-টিমকে হারিয়ে চ্যাম্পয়ান এ- টিম
স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শেখ রাসেল কাপসৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট মতলব উত্তর বি- টিম আসিফ- মামুন টিম কে ২/১ সেটে হারিয়ে মতলব উত্তর এটিম জিসান- মিনহাজ টিম চ্যাম্পিয়ার হয়েছেন। ১৭ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় স্থানীয় চাঁদপুর ক্লাব মাঠে উক্ত ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এর আগে সেমিফাইনালে হাজিগন্জ বনাম মতলব দক্ষিণ উপজেলার সাথের খেলায় মতলব উত্তর এ-টিম বনাম মতলব উত্তর বি-টিম দুটি দল আজকের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। জানাযায় গত ৯ ফেব্রুয়ারী জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জেলার সবচাইতে বৃহৎ এই খেলাটির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী কিছুদিন বন্ধ থাকার পর অবশেষে অনুষ্ঠিত হলো এই টুর্নামেন্টের ফাইনাল খেলাটি। টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের তারিখ পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ও টুর্নামেন্টের উদ্যোক্তা ফেরদাউস মোর্শেদ জুয়েল।
শেখ রাসেল কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মতলব উত্তর বি-টিমকে হারিয়ে চ্যাম্পয়ান এ- টিম