শেখ ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল
মোহসিন পাটোয়ারীঃ
মতলব দক্ষিণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে “শেখ ফাউন্ডেশনের” উদ্যোগে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
১৮ এপ্রিল বিকেল ৩টায় উপজেলার উত্তর বাড়ৈগাঁও আশ্বাদিয়া নূরানী হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা মাঠে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নসহ বিভিন্ন এলাকার ৫ শতাধিক অসহায় পরিবারকে ঈদ উপহার হিসেবে শাড়ি কাপড় ও লুঙ্গি এবং ২০টি পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য মো. আল আমিন ফরাজী, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আজিজ বাবুল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, শেখ ফাউন্ডেশনের প্রস্তাবিত কমিটির সভাপতি ডা. শেখ ওমর ফারুক শাহিন, সিনিয়র সহ-সভাপতি শেখ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ওলীউন্নবী রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জিসান আহম্মেদ, কোষাধ্যক্ষ আব্দুল মালেক শেখসহ ফাউন্ডেশনের সদস্যরা।
এদিকে একই দিন আশ্বাদিয়া নূরানী হাফিজিয়া ও এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেন জেলা পরিষদের সদস্য আল আমিন ফরাজী।
এসময় ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, সুধীজন, গন্যমান্য ব্যক্তিসহ স্থানীয় এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন।