শিশুকে বাচাতে সড়ক দূর্ঘটনায় মারা গেলো সাংবাদিক রুবেল
তপন দাস, নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে শিশুকে বাচাতে গিয়ে মারা গেলো সাংবাদিক ও কাউন্সিলর মোহাম্মদ রুবেল ইসলাম (৩২)।
গতকাল রাত আনুমানিক ৯ টার দিকে নীলফামারীর জলঢাকা উপজেলার তিনবট নামক স্হানে তিনি মারা যান। এসম আহত হয় আরো একজন।
নিহত কাউন্সিলর রুবেল ডোমার পৌরসভার চিকনমাটি এলাকার মৃত বাবলু রহমানের পুত্র ও ২ কন্যা সন্তানের বাবা এবং আহত দুলাল (৩২) ডোমারের চিকন মাটি ধনি পাড়া এলাকার ছোট বাউ এর পুত্র। এবিষয়ে আহত দুলালের সাথে কথা হলে তারা জানান সোমবার দুপুরবেলা আমি ও রুবেল একসাথে রুবেল এর অসুস্থ শ্বাশুরি কে দেখতে রংপুর এ যাই এবং সেখান থেকে ফেরার পথে রাত আনুমানিক ৯ টার দিকে তিনবট এলাকায় হটাৎ করে ৩টি বাচ্চা আমাদের মোটরসাইকেল এর সামনে আসে তখন রুবেল হাড ব্রেক ধরলে আমি পড়ে যাই এবং সে একটি মালবাহী ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মারা যায়।
এদিকে জলঢাকা থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) বিশ্বদেব রায় জানান খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে যাই এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি আর আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারেরর নিকট হস্তান্তর করা হবে।
এদিকে পারিবারিক সু ত্রে জানা যায় যে মঙ্গলবার সকাল ১০ ডোমার মহিলা কলেজ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাঔন করা হবে।