মোঃ আরিফুল ইসলাম
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের এম, এম, নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পুর্তি রজতজয়ন্তী ও পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৮ জানুয়ারি দুপুরে বিদ্যালয়ে মাঠে পূনর্মিলনী অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। এসময় তিনি বলেন, মুখস্থ করে পড়ার দিন শেষ, এখন যুগ পাল্টে গেছে। শিক্ষার্থীদের যুগের উপযোগী করে পড়াতে হবে। পরীক্ষাভীতি দুর করে আনন্দের সাথে পড়ালেখা করতে হবে। গনিত ও বিজ্ঞানের রহস্য উন্মোচন করতে হবে। যখন যা শিখবে তা প্রয়োগ করলে সারাজীবন মনে থাকবে।
অনুষ্ঠান উদ্বোধন করেন এম, এম, নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মনজুরা বেগম। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনজুরুল হক সোয়েব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, সদর অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আরাফাত, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদদীন খান, বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ সাখওয়াত হোসেন পাটওয়ারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে শুরু করে আলোচনা সভা, স্মৃতিচারণ, গুণিজন সংবর্দনা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়, বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ও র্যাফেল ড্রয়ের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।