শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
দীন মোহাম্মদঃ
শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা ভূঁইয়া বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।১৮ মার্চ শনিবার ১২ টায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মোরশেদ হেলালি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ১ নং ওয়ার্ডের মৃত মো. শাহজাহান ভূঁইয়ার ছেলে আবদুর রহমান (৭) টিউবওয়েলের সঙ্গে যুক্ত পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। ওইসময় বড়বোন মেহার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ফাহিমা আক্তার (১৬) ছোট ভাই কে বাঁচতে এলেও সেও ওই তারে জড়িয়ে যায়।
বাড়ির লোকজন তাদের দ্রুত উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই বোনের মর্মান্তিক মৃত্যু