শরীয়তপুরে মুক্তিযুদ্ধার সীমানার পিলার তুলে ফেলার অভিযোগ
শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুর জেলার, ভেদরগঞ্জ উপজেলার, রামভদ্রপুর ইউনিয়নে রাতের আধারে সেনা সদস্য এবং মুক্তি যোদ্ধা আবদুল হাই বন্দুকসির সীমানার পিলার ও মুক্তি যোদ্ধা নামের সাইনবোর্ড উপরে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় শালিসগন তিন মাস পূর্বে প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধার বাড়ির সীমানা নিয়ে বিবাদ মিমাংসা করে সীমানা নির্ধারণ করে দিয়েছে। তার প্রেক্ষিতে ২২ টি পিলার দ্বারা সীমানা দিয়ে রাস্তার সম্মুখে একটা সাইনবোর্ড টানানো হয়েছিল, কিন্তু সেই পিলার তুলে ফেলে দিয়েছে রাতের আধারে। এই মর্মে ভেদরগঞ্জ থানায় সেনা মুক্তিযোদ্ধা আবদুল হাই বন্দুকসির কন্যা কল্পনা বাদী হয়ে, আক্তার বন্দুকসি( ৫০) পিতা: গিয়াসুদ্দিন বন্দুকসি, ফরিদা বেগম (৪৩) স্বামী : আক্তার বন্দুকসি ,আখি আক্তার বন্দুকসি( ২৪), আকাশ বন্দুকসি( ১৬),রাধিকা বন্দুকসি (১৯) উভয় পিতা : আক্তার বন্দুকসি সহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
সাবেক সেনা মুক্তিযোদ্ধা আবদুল হাই বন্দুকসির কন্যা কল্পনা বলেন, স্থানীয় গন্যমান্য লোকজন সকলের সামনে আমাদের পিলারগুলো এই সীমানায় গেরে দিয়েছেন, এবং আমাদের জায়গায় আমার পিতা বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই বন্দুকসির সাইনবোর্ড লাগাই, কিন্তু গত ১৬/০৩/২০২৩ রাতে আক্তার বন্দুকসির পরিবার পিলারগুলো ভেংগে উপ্রে ফেলে দেয়, আর আমার পিতার সাইনবোর্ড ভেংগে রাস্তার অপরপাসে ঝোপের আড়ালে ফেলে দিয়েছে।
আক্তার বন্দুকসির পরিবার সাংবাদিকদের বলেন আমরা তো ঘুমিয়ে ছিলাম সকালে ঘুমের মধ্যে শুনি চিল্লা ফাল্লা করতেছে উঠে দেখি পিলারগুলো নেই,
এখন সেই দোষ আমাদের ঘারে চাপালে সেটা উদ্দেশ্য প্রনোদিত হবে আমরা এ ব্যাপারে কিছুই জানিনা।
শরীয়তপুরে মুক্তিযুদ্ধার সীমানার পিলার তুলে ফেলার অভিযোগ