শরীয়তপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
আক্তার হোসেন, শরীয়তপুর প্রতিনিধিঃ
বুধ বার ১৫ই মার্চ , শরীয়তপুর জেলার জাজিরা এবং ভেদরগঞ্জ উপজেলায় দুপুরে ৩জনের বজ্রপাতে অপমৃত্যু ঘটে এবং জাজিরা এক শিশু মারাক্তক ভাবে আহত হয় ।
নিহতরা হলেন (১) জাজিরা উপজেলার বড় কান্দী ইউনিয়নের ওমর উদ্দিন মাদবর কান্দী গ্রামের জাহাঙ্গীর মোল্যা সিফাত (২১)
(২) ভেদরগঞ্জ উপজেলা ছয়ঁগাও ইউনিয়নের নাজিম পুর গ্রামের রতন মুন্সীর ছেলে নাদীম মুন্সী (২৬)
(৩) ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের মোসলেম মালের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫)
আহত শিশু কাচারী কান্দির গ্রামের সেলিম শেখের মেয়ে সুরা মনি (২) এবং মাঠে একটি গরু মারাগেছে।
শরীয়তপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
আজ দুপুরে নিহত সিফাত মাঠে কাজের জন্য গিয়ে ছিলো হঠাৎ বজ্রপাতে আহত হয়ে পরেছিলো পরে স্থানীয়রা তারে জাজিরা হাসপাতালে নিয়ে যায় পরে ডাক্তার আহত সিফাত কে মৃত বলে ঘোষনা করেন ।
আহত শিশু ঘরের ভিতরে খেলা করছিলো বজ্রপাতের শব্দে গুরুতর আহত হয় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পেরন করেন ।
নিহত আনোয়ারা বেগম(২২) মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে গরু সহ তিনি নিহত হন।
ছয়ঁগাও সৌদি প্রবাসী নাদিম মুন্সী মাছের প্রজেক্টে মাছের খাবার দিতে গিয়ে নিহত হন । ভেদরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন ।
শরীয়তপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু