আরিফ ইসলামঃ
চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৪ ফেব্রুয়ারী বিকালে৬ নং ওয়ার্ডে লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সম্মেলম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৬ নং ওয়ার্ড সভাপতি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহসিন পাটওয়ারী’ র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১০ নং লক্ষীপু মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশ্বাদ মিয়াজী, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক শিমুল হাসান সামনু, যুগ্ম আহব্বায়ক তাজুল ইসলাম মিয়াজী ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক জহির হাওলাদার, যুগ্ম আহব্বায়ক ফারুক মাঝি সহ ৫ ও ৬ নং ওয়ার্ড যুবলীগের নেতাকর্মী অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে ৫ ও ৬ নং ওয়ার্ডের নতুন কমিটি ঘোষণা করা হয়। ৫ নং ওয়ার্ডে সভাপতি মোঃ আনোয়ার হোসেন গাজী, সহ সভাপতি মোঃ রুবেল ফরাজি, সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল খান, ৬ নং ওয়ার্ডে সভাপতি মোঃ সেলিম পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি মোঃ মহসিন বেপারী, সাধারণ সম্পাদক মোঃ রায়হান মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক মোঃ শামিম গাজী’র নাম ঘোষণা করা হয়। এসময় নব গঠিত কমিটিকে আগামী পনের দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রধান করা হয়।