রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে বিএনপির আসা উচিত, স্বারাষ্ট মন্ত্রী
তপন দাস
নীলফামারী প্রতিনিধিঃ
বিএনপি নির্বাচনে আসবে কি না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার , তবে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা আসতে হলে তাদের আবশ্যই নির্বাচনে নির্বাচন কমিশনের নির্বাচনের মাধ্যমেই আসতে হবে । আজ মঙ্গলবার বিকেলে নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ে নবনির্মিত জাতিরর পিতার মু্্যরাল উদ্ধোধন শেষে সংবাদ সম্মেলনে জানালেন স্বারাষ্ট্র মন্ত্রী বীরমুক্তি যোদ্ধা জনাব আসাদ্দুজামান খান কামাল।
তিনি আরো বলেন অতীতে যাদের ক্ষমতায় দেখেছি বা এসেছে ষড়যন্ত্রেরর মাধ্যমেই তারা এসেছে। এবং আমাদের আদালত তাদের অনির্বাচিত বলে ঘোষণা ও করেছে। তাই বিএনপির উচিৎ নির্বাচনে আসা রাজনৈতিক দল হিসেবে। নীলফামারীর চিলাহাটিতে আন্তজার্তিক চেক পোস্ট ইমিগ্রেশন চালুর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন স্হলবন্দর ও চেকপোস্ট চালুর বিষয় হচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন তারা যেদিন চাইবে সেদিন ইমি গ্রেশন চালু করে দিবে। পরে জাতির পিতার ম্যুরাল উদ্ধোধন শেষে সেখানে একটি কামিনি গাছের চারা রোপন করেন মন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী ২ আসনের সাংসদ জনাব আসাদ্দুজামান নুর,নীলফামারী ১ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আফতাবউদ্দিন সরকার, সংরক্ষিত নারী আসনের সাংসদ রাবেয়া আলীম,পুলিশ সুপার রংপুর রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, রংপুর মেট্রো পলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, নীলফামারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহনান, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ,জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান মমতাজুল হক, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জাতির পিতার ম্যুরাল উদ্ধোধন শেষে মন্ত্রী জেলাপুলিশ লাইন্সে বীরমুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।