ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের ইফতার পার্টি
মোঃ ইমরান হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে আজ শনিবার সন্ধ্যায় আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার সরকারি শিশু পরিবার বালিকার এতিম অসহায় শিশুদের জন্য ইফতার, দোয়া ও রাতের খাবারের আয়োজন করা হয়।
এ সময় দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। উপস্থিত শিশুদের উদ্দেশ্যে এ সময় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি তোমাদের কথা ভাবেন, তোমাদের উন্নয়নে কাজ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর হাতেই এ দেশের সকল মানুষ নিরাপদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোহিতউর রহমান শান্ত। এ অনুষ্ঠানে এছাড়াও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের ইফতার পার্টি