ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার
মোঃ ইমরান হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি,
গত ২৪ ঘন্টায় ২৯/০৩/২০২৩ ইং তারিখ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৭ জন আসামীকে গ্রেফতার করেছে।
এসআই (নিঃ) নিরুপম নাগ এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চর কালীবাড়ী মিল গেইটস্থ হাদীর চায়ের দোকানের সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১।মোঃ আরিফুল ইসলাম আরিফ(৩৪), পিতামৃতঃ হযরত আলী, সাং-চর কালীবাড়ী (ব্রাক অফিসের পিছনে), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং আসামীর নিকট হতে নীল রংয়ের জিপারের ভিতর রক্ষিত মোড়ানো অবস্থায় ১৫০(একশত পঞ্চাশ) পিস কথিত ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন অনুমান ১৫ (পনের)গ্রাম উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) কামরুল হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা পূর্ব পাড়া বোর্ড ঘরের পিছনে, ২৫নং ওয়ার্ড, সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ধৃত আসামী হারুন (৩৫) এর চৌচালা টিনের বসত ঘরের ভিতর হতে মাদক ব্যবসায়ী ১।হারুন (৩৫), পিতা-গিয়াস উদ্দিন, মাতা-নাছিমা বেগম, সাং-দিঘারকান্দা পূর্ব পাড়া বোর্ড ঘরের পিছনে, ২৫নং ওয়ার্ড, সিটি কর্পোরেশন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং আসামীর নিকট হতে প্লাষ্টিকের তৈরী বাজারের ব্যাগের ভিতর হইতে ১.৫০০(এক কেজি পাঁচশত)গ্রাম গাঁজা এবং নগদ ১২০০/-(এক হাজার দু্ইশত)টাকা উদ্ধার করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার
এসআই (নিঃ) রুবেল মিয়া এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া থানা এলাকা হতে দস্যুতার চেষ্টা পুরাতন মামলায় আসামী মোঃ আমিন বক্কর ওরফে আবু মিয়া(23) পিতা-মৃতঃ আব্দুল আজিজ মাতা- স্থায়ী: গ্রাম- কৃষ্টপুর (কুষ্টপুর) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) কামরুল হাসান, আসাদুজ্জামান ও এএসআই সোহরাব হোসেন সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় থানা এলাকা হতে নিন্মলিখিত আসামীদের গ্রেফতার করা হয়।
১। আজিজুল (১৯), পিতা-জামাল উদ্দিন,
২। মজনু (২২), পিতা-আঃ কুদ্দুস,
উভয় সাং-দিঘারকান্দা, পূর্বপাড়া,
থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
৩। মোশারফ হোসেন (৪০), পিতা-মোঃ হাবিবুর রহমান, সাং-কুকরাইল কান্দাপাড়া,
থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ।
৪। মোঃ ভূলু মিয়া (৪৩), পিতামৃতঃ ফজলুল হক, সাং-আজমতপুর, বয়াতী বাড়ী, থানা-কোতোয়ালী,
জেলা-ময়মনসিংহ।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার