ময়মনসিংহে বাপসা’র নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর সম্পাদক মাহতাব
মোঃ ইমরান হোসেন,
ময়মনসিংহ প্রতিনিধি
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি বাপসা’র ময়মনসিংহ জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে বাপসা কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সভাপতি ও মোঃ মাহতাব উদ্দিন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। গতকাল ৪ মার্চ শনিবার নগরীর মুসলিম ইনস্টিটিউট হলরুমে দিনব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সর্বমোট ১২৫টি ভোটের মধ্যে সভাপতি পদে মোস্তাফিজুর রহমান সিংহ প্রতীকে পেয়েছেন ৬৬টি ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবির উদ্দিন ফুটবল প্রতীকে পেয়েছেন ৫৯টি ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ মাহতাব উদ্দিন কাঁঠাল প্রতিকে পেয়েছেন ৫৯টি ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলুল হক আম প্রতীকে ৩৯টি ভোট ও আনোয়ার হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ২৭টি ভোট।
এ সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, জেলা বাপসা’র আহবায়ক ও মুক্তাগাছার খেরুয়াজনী ইউপি সচিব মোঃ ফজলুল হক।
ময়মনসিংহে বাপসা’র নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর সম্পাদক মাহতাব