কুমিল্লা-মেঘনা প্রতিনিধিঃ
কুমিল্লার মেঘনা উপজেলার মুজাফ্ফর আলী হাই স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী করা হয়।
গতকাল শনিবার (২৮ জানুয়ারী) ১১ ঘটিকার সময় মেঘনা উপজেলার ৫নং বড়কান্দা ইউনিয়নের কান্দারগাঁও গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজ” মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া প্রতিযোতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মোঃ ফারক হোসেন (রিপন) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-১ (মেঘনা ও দাউদকান্দি) আসনের তিন বারের সফল সাংসদ সদস্য, মেজর জেনারেল (অবঃ) সূবিদ আলী ভুঁইয়া (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, ভাইস-চেয়ারম্যান মোঃ মিলন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (রুটির দায়িত্ব) লিটন চন্দ্র দে, কুমিল্লা জেলা পরিষদ সদস্য মোঃ কাইয়ুম হোসাইন, বিদ্যালয়ের অধ্যক্ষ খন্দকার আঃ রউফ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী মহিলা লীগের নেএী মোসাঃ হালিমা রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম ফারুক, অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মোল্লা, ম্যানেজিং কমিটির সদস্য, মোঃ আব্দুর রহিম, মাহবুব আলম মামুন, মোঃ রবিউল, মোঃ আক্তার হোসেন, বড়কান্দা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ ফরিদ উদ্দিন প্রধান ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ নাজিম উদ্দিন, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ছাত্র ছাত্রী ও এলাকায় গম্যমান ব্যক্তিবর্গ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুমিল্লা-১ (মেঘনা ও দাউদকান্দি) আসনের সাংসদ সদস্য, মেজর জেনারেল (অবঃ) সূবিদ আলী ভুঁইয়া (এমপি)।
প্রতিষ্ঠাতা, সাবেক এমপি মরহুম মুজাফ্ফর আলী সাহেবের হাত ধরে ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো উক্ত শিক্ষা প্রতিষ্ঠান’টি
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ ফারক হোসেন (রিপন) অত্র বিদ্যালয়ের ম্যানেজ কমিটির সভাপতি ও ৫নং বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।