মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার পাগড়ী প্রদান ও দোয়া অনুষ্ঠিত
মোহসিন পাটোয়ারীঃ
মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ০৮ এপ্রিল ২০২৩ ইং শনিবার, ১৪৩৯ – ৪৪ হিজরি শিক্ষাবর্ষের হিফজ সমাপনকারী ও ফারেগীনদের পাগড়ী প্রদান ও দুয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠান পাগড়ী প্রদান ও দোয়া পরিচালনা করেছেন পিরে কামেল আল্লামা কবির আহমেদ দা. বা. [ খলীফা, শাহ জমির উদ্দিন রহ. (পীর সাহেব নানুপুর), সাবেক মুহাদ্দিস- ঐতিহ্যবাহী উজানী মাদ্রাসা, সাবেক খতিব- মতলব বাজার জামে মসজিদ, প্রতিষ্ঠাতা ও সভাপতি মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও মারকাজুল উলূম মাদ্রাসা।]
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণপুর পাটোয়ারী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সদস্য, আমেরিকা প্রবাসী- “জনাব আবু নাছের পাটোয়ারী”।
বিশেষ অতিথির বক্তব্যে নাছের পাটোয়ারী মাদ্রাসার সার্বিক বিষয় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন, এবং এতিম অসহায় শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে পাগড়ী প্রদান করেন মোট ১৭ জন, নতুন ছবক প্রদান করেন মোট ৭ জন এবং এতিম মোট ৯ জনকে নগদ আর্থিক পুরুষ্কার প্রদান এবং মাদ্রাসায় নগদ আর্থিক অনুদান প্রদান করেন বিশেষ অতিথি আবু নাছের পাটোয়ারী।
মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার মোট শিক্ষার্থী প্রায় ২০০ জন, এবং মারকাজুল উলূম মাদ্রাসার মোট শিক্ষার্থী প্রায় ৫০ জন। উক্ত মাদ্রাসায় দুটি আধুনিক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় পরিচালিত।
মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসা টি পরিচালনা করেন হাফেজ ও মোহাদ্দেস নাজির আহমেদ ফাহিম দা. বা.।
মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার পাগড়ী প্রদান ও দোয়া অনুষ্ঠিত