ওবায়দুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধিঃ
মাগুরায় ভিন্ন ভিন্ন সংঘর্ষে আহত-২০।
মাগুরায় ভিন্ন ভিন্ন সংঘর্ষের ঘটনায় অন্তত ২০জন আহত হয়েছে। এলাকাবাসী সূত্রে জানাযায়,মাগুরা পৌর এলাকার শিবরামপুর গ্রামে বরই গাছের ঢাল কাঁটাকে কেন্দ্র করে দোলাল ও স্বাধীনের মাঝে কথা-কাটাকাটি এক পর্যায়ে মঙ্গলবার বিকালে প্রথম দফা সংঘর্ষের ঘটনা ঘটে ।এই ঘটনার-ই জের ধরে আজ বুধবার সকালে পুনরায় আবারো দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়,এসময় তারাপদ গ্রুপের দীনবন্ধু (৫৫)সৌরভ (২৩)বিজয় (১৬)বিথী(১৪)স্বাধীন (২৩)কৃষ্ণনা(৫০)সতিনাথ(২৮)শাওন(২০) এবং অনুপ দত্ত গ্রুপের জয়ন্ত(২৮)শান্ত(২৪) ও দুলালের জামাই সুব্রত (২৫)সহ অন্তত ১৫ জন আহত হয়েছে, আহতদের মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় ভর্তি করা হয়েছে।
মাগুরায় ভিন্ন ভিন্ন সংঘর্ষে আহত-২০।
এদের মধ্যে সুব্রতের অবস্থা আশংঙ্কা জনক হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়েছে। অপরদিকে মহম্মদপুর উপজেলার নহাটা ইউপির খলিশাখালি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের স্বপন বিশ্বাস ও মহসীন গ্রুপের মধ্যে মঙ্গলবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এসময় স্বপন গ্রুপের হাফিজার(৬৬)খালেদ(২৫) হিমায়েত(৪৬)ফারুক (৩৫) এবং মহসীন গ্রুপের নজরুল (৪২)বাবু(৩৫)আলী হাসান(১৮) আহত হয়েছে, তাদেরকে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা দেওয়া হচ্ছে, এদের মধ্যে ফারুকের অবস্থা আশংঙ্কা জনক হওয়ায় আজ বুধবার দুপুরে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসয় নজরুল,বাবু,আলী হাসানসহ কয়েকজন আটক করা হয়, পুলিশ বাদী এরা তিনজন সহ উভয়পক্ষের পক্ষের ৬৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০জনকে আসামী করে দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন বলে জানাগেছে।
মাগুরায় ভিন্ন ভিন্ন সংঘর্ষে আহত-২০