মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ওবায়দুর রহমান, মাগুরা প্রতিনিধিঃ
মাগুরায় পানিতে ডুবে আজ ০২/০৪/২৩ তারিখ রবিবার দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের দুই জনের বয়স-ই দুই বছর করে।একটি মাগুরা সদরের জগদাল ইউপির লঙ্কারপুরে নানা বাড়ী বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মাগুরা সদরের মালিগ্রামের সজিব মোল্যার পুত্র সাদিকুলের মৃত্যু হয়,আপরটি মাগুরা মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউপির নারানপুর গ্রামের তিলাম ফকিকের পুত্র আলিফ ফকির।মৃত্যু শিশু দুইটি স্বজনদের সাথে কথা বলে জানাগেছে, তারা দুই জন-ই বেলা এগারোটার দিকে খেলা করতে করতে বাড়ীর পাশে পুকুরে পড়ে যায়,তাদের না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজির একপর্যায়ে পুকুর নেমে খুজলে আলিফের লাশ পাওয়া যায়, আর সাদিকুলের লাশ পানিতে ভেঁসে উঠেছিলো,তার পরও মন মানে বলে তাদের দুজনকেই স্বজনেরা মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে, কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।লাশ দুটি মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে,এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃজাব্বারুল ইসলাম জানান,মৃত্যু নিয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশু দুইটির লাশ পরিবারের কাছে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু