ওবায়দুর রহমান, মাগুরা প্রতিনিধি : মাগুরায় গৃহবধূ চাঁদনীর হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ ২৬ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় মাগুরা মিলগেটর সামনে এ মানববন্ধনের আয়োজন করেন চাঁদনীর বাবার বাড়ী ভিটাশাইল ও ইসলামবাগ পাড়া এলাকার সর্বসাধারণ। মানববন্ধন থেকে তারা মাগুরা ছোনপুর গ্রামে পাষন্ড স্বামী ইদ্রিস খান ও অন্যান্য আসামীদের ফাঁসি চেয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। চাঁদনীর খাতুনের মা আনোয়ারা বেগম জানায়,গত ১৯ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে মাগুরা সদরের জগদল ইউপির ছোনপুর গ্রামের আশরাফুল খানের এর বড় ছেলে ইদ্রিস খান ও তার সহযোগীরা আমার মেয়ে চাদনিকে ব্যাপক ভাবে মারধর করে হত্যা করে,এর পর তারা গলায় রশি দিয়ে ঝুলিয়ে রেখে নিজেরা নামিয়ে এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার পায়তাড়া করেছে।আমি আমার মেয়ের হত্যাকারীদের ফাঁসি চাই,যাতে করে আমার মত আর কোন মাকে তার সন্তান হারাতে না হয়।