মোঃ ইমরান হোসেন, ময়মনসিংহ প্রতিনিধিঃ
২৭ জানুয়ারি ২০২৩ ইং,শুক্রবার ৩.৩০ ঘটিকায় ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের সদস্যদের নিয়ে বিট পুলিশিং সমাবেশ শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সার্বিক ব্যবস্থাপনায় জেলা পুলিশ ময়মনসিংহ।
আয়োজনে ছিলেন, উত্তরন ফাউন্ডেশন। অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য রাখেন জবাব হাবিবুর রহমান বিপিএম বার পিপএম বার অতিরিক্ত আইজিপি টুরিস্ট পুলিশ বাংলাদেশ, পরিচালক উত্তরন ফাউন্ডেশন , জনাব আবিদা সুলতানা, পিপিএম, পিপিএম। প্রধান অতিথি অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস) ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ। জনাব রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ) ময়মনসিংহ। জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম সেবা, সভাপতি পুলিশ সুপার ময়মনসিংহ। জনাব শাহ কামাল হোসেন অফিসার ইনচার্জ ময়মনসিংহ জেলা কোতোয়ালি থানা, সৈয়দা সেলিনা আজাদ, নির্বাহী পরিচালক গোধূলি নারী কল্যাণ সংস্থা। জনাব অমিত রায়, সাধারণ সম্পাদক ময়মনসিংহ প্রেস ক্লাব। জনাব আবুল কালাম আজাদ সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার।অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্ন সভাপতি মানবাধিকার জোট ময়মনসিংহ।জনাব তপন কুমার বর্মন, নির্বাহী পরিচালক হারভেস্ট বাংলাদেশ ফাউন্ডেশন,জাতীয় পরিচালক চার্জ অফ গড মিনিস্টাস, লালমনিরহাট।জনাব এস এম মাহবুব হাসান। পরিচালক ও সমন্বয়কারী উত্তরণ ফাউন্ডেশন।
আরো উপস্থিত ছিলেন,জনাব কামাল হোসেন কাউন্সিলর ১৭ নং ওয়ার্ড।জনাব ফারুক আহমদ কাউন্সিলর , ৮ নং ওয়ার্ড জনাব আঃ মান্নান কাউন্সিলর ১৬ নং ওয়ার্ড।
জনাব শীতল সরকার, কাউন্সিলর ৯ নং ওয়ার্ড।
জনাবা রেবেকা সুলতানা, নির্বাহী পরিচালক অন্য চিত্র উন্নয়ন সংস্থা।