মধ্য বালিয়া সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
মোঃ আরিফুল ইসলামঃ
চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নস্ত মধ্য বালিয়া সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক অদ্য ১৬ ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকার সময় বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পূর্বে অনুষ্ঠিত গণিত অলিম্পিয়াডে কৃতকার্য শিক্ষার্থী ও অসহায় গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উক্ত সংস্থার সভাপতি অধ্যাপক মো হাফিজুর রহমান,সাধারণ সম্পাদক মো মজিবুর রহমান, সংস্থার সদস্য মো ফারুক হোসেন, মো হানিফ হোসেন শেখ, মো আশ্রাফুল খান, মো শরীফ হোসেন খান প্রমুখসহ ঐ প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক বেপারী, অধ্যাপক হাফিজুর রহমান, মজিবুর রহমান। এ সময় বক্তারা উক্ত সংস্থার বিভিন্ন উন্নয়ন ও সহযোগিতামূলক বিষয় নিয়ে কথা বলেন। প্রকাশ থাকে যে, এ সময় প্রায় ৫০ জন গরিব মেধাবী শিক্ষার্থীদের এবং ৩০ জন গণিত অলাম্পিয়ার পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণ হিসেবে ছিল খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্স সহ শিক্ষা উপকরণ সংক্রান্ত আনুষঙ্গিক জিনিস। এছাড়াও ঐ সংস্থা কর্তৃক আরও বেশ কিছু স্কুল ও কলেজে অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছিলো।
মধ্য বালিয়া সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
এই সংস্থাটি মূলত একটি অরাজনৈতিক সমাজ সেবামূলক সংস্থা।প্রতিষ্ঠালংগ্ন থেকেই এই সংস্থার মাধ্যমে সমাজের অনেক উন্নয়নমূলক কাজ করা হয়ে থাকে, যেমন মৃত ব্যক্তিকে দাফন দেওয়া ক্ষেত্রে প্রয়োজনীয় কিছু জিনিস প্রদান করা,সমাজে গরীব মেয়েদের বিবাহ প্রদান করার ক্ষেত্রে সহযোগিতা, অসহায় গরিব অসুস্থ ব্যক্তিদেরকে চিকিৎসা প্রদানে সহযোগিতা করাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অসহায় শিক্ষার্থীদের মাঝে সহযোগীতামূলক কর্মকাণ্ড করে আসছে। ঐ সংস্থার সভাপতি অধ্যাপক হাফিজুর রহমান বলেন, আমরা এই সংস্থার মাধ্যমে ভবিষ্যতে আরো অনেক সহযোগিতা মূলক কাজ করব। প্রধান শিক্ষক আ:মালেক বেপারী বলেন, উক্ত সংস্থা কর্তৃক প্রতিবছরেই আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে আসছে।এতে আমরা ও শিক্ষার্থীরা অনেক সন্তুষ্ট হই। আমরা উক্ত সংস্থার সার্বিক সফলতা কামনা করছি।
মধ্য বালিয়া সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ