মতলব উত্তরে মন্ত্রীর ভাগিনা পরিচয়ে চলছে ড্রেজার ভূমি কর্মকর্তার অনুমোদনের দাবি
দীন মোহাম্মদ দিলরাজঃ
মতলব উত্তরে ফতেপুর পূর্ব ইউনিয়নের লুদুয়া স্কুল এন্ড কলেজের উত্তর পার্শে মর্ন্ত্রীর ভাগিনা আপেল মাহমুদ’র পরিচয়ে চলছে মিনি নিষিদ্ধ কাটিং ড্রেজার দিয়ে বালু উত্তোলন।
প্রায় ৩০শতাংশের অধিক জমিতে বালি ভর্তি করা শেষ।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক নিষিদ্ধ ড্রেজারে বালি উত্তোলনের দৃশ্য অনেকাংশে কমলেও আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন সমাজের কিছু দুষ্কৃতকারী মানুষ।
সরজমিনে গিয়ে জানা যায়, বিগত এক সপ্তাহ যাবত ড্রেজারে বালি উত্তোলন করছেন। ড্রেজার কতৃপক্ষের কাউছার সহ একাধিক ব্যক্তির বক্তব্যে বলেন, স্হানীয় মন্ত্রীর ভাগিনা আপেল মাহমুদ’র ভূমি, মাটি এবং ড্রেজারের কাজ চলছে। ভূমি কর্মকর্তার অনুমোদন রয়েছে বলে জানান।
মন্ত্রীর অনুমোদন আছে! প্রমান জানতে চাইলে ইলিয়াস নামে কোন এক ব্যক্তিকে ফোন করে সাংবাদিকদের কথা বলার জন্য বলেন। ইলিয়াসের সাথে এ বিষয়ে জানতে চাইলে তিনিও একই কথা বলেন।
ভূমি কর্মকর্তার অনুমোদন আছে! প্রমান জানতে চাইলে ভূমি অফিসের কামরুজ্জামান সঙ্গীয় তদন্ত ফোর্স মাধ্যমে অনুমোদন হয়। বক্তব্য রেকর্ড করা হচ্ছে বুঝতে পেরে বলেন, তদন্তটিম এসে ড্রেজারের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে যান এবং নিজেদের ভূমিতে ড্রেজার চালান বলে অনুমোদন করেন।
মতলব উত্তর ভূমি কমিশনার ইমরান হোসেন বলেন, এবিষয়ে একবার সমাধান হয়েছে। যেহেতু আবারও জানতে পেরেছি, এব্যাপরে কঠিন পদক্ষেপ নিবেন বলে জানান।