বেলকুচিতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশের সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সদর ইউনিয়নে মঙ্গলবার সকালে দুর্গম চরাঞ্চল মুলকান্দি দশখাদা গ্রাম থেকে মনিরুল ইসলাম নামে এক গলাকাটা লাশ উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ।
জানা যায় নিহত মনিরুল ইসলাম ঐ গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে।
নিহত মনিরুলের চাচা সোলেমান প্রামানিক জানান তার বাবার মৃত্যুর পরে সে আমাদের বাড়িতেই থাকতো। কিন্তু কাল সন্ধ্যা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। আর আজকে সকালে জানতে পারি তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। যারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে এমন শাস্তির ব্যবস্থা করা হোক, যা দেখে এমন হত্যাকান্ড ঘটনা ঘটানোর দুঃসাহস কেউ না পায়।
সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মির্জা সোলায়মান হোসেন জানান, সকালে মোবাইল ফোনে খবর পাই মনিরুল কে বাড়ির পূর্বে ক্ষেতের মধ্যে কেবা কারা গলাকেটে হত্যা করেছে। সঙ্গে সঙ্গে থানায় ফোন দিয়ে ঘটনা জানিয়ে দেই, পরে পুলিশ প্রশাসন লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বেলকুচিতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেনের নিকট জানতে চাইলে তিনি জানান, গলাকাটা লাশের খবর পেয়ে আমি সহ তদন্ত ওসি শাহিনূর ইসলাম, এসআই বাবুল ও পুলিশ ফোর্স সাথে নিয়ে ঘটনা স্থলে আসি, সেখানে গলাকাটা লাশ দেখতে পাই। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বেলকুচিতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার