বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া
মো: আরিফুল ইসলামঃ
চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।২৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকার সময় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৯ নং বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্যা পাটওয়ারী,বিদ্যালয়ের দাতা সদস্য ওমর ফারুক তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ কবিরাজ,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইকবাল হোসেন,সূর্য কুমার রায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মোঃ মহসিন,৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক বেপারী।অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মজিবুর রহমান। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক খলিলুর রহমান।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ৮ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে পূর্বের ঘোষণা অনুযায়ী প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম তালুকদার নিজ অর্থায়নে তাদের হাতে নগদ অর্থ ও পুরস্কার তুলে দেন।
এছাড়াও সভাপতির পক্ষ হতে উপস্থিত অতিথিবৃন্দ ও সাংবাদিকদেরকে উপহার প্রদান করা হয়।
অপর দিকে,বালিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান রফিকুল্যা পাটওয়ারী এ বছর ঐ বিদ্যালয়ের চারজন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল উপহার হিসেবে বিতরণ করেন।
অনুষ্ঠানে শিক্ষক অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও এসএসসি পরীক্ষার্থী এবং অধ্যায়নরত শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই বিদ্যালয় থেকে এবছর ১৫৬ জন পরিক্ষার্থী এবারের এসএসসি ও সমমানের পরিক্ষায় অংশ নিবে।