বার্ষিক মিলাদ ও এস এস সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৩
মোঃ ইমরান হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি,
২৩ মার্চ ২০২৩ ইং রোজ (বৃহস্পতিবার) সকাল ১১ টায় ময়মনসিংহ মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজন করা হয় বার্ষিক মিলাদ ও এস এস সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেয়র, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ, জনাব মোঃ ইকরামুল হক টিটু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এস এস সি পরিক্ষার্থী ২০২৩ এর ছাত্র ছাত্রী বৃন্দ এবং মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ। ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্য, অমল সরকার,
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, জনাব মোঃ সামছুল আলম। প্রধান অতিথির বক্তব্যে এস এস সি পরিক্ষার্থী ২০২৩ ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এবং সকলের জন্য দোয়া ও শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি আরও বলেন শুধু শিক্ষা অর্জন করলেই শিক্ষিত হওয়া যায়, তাই সুশিক্ষিত হয়ে দেশ ও দশের সেবাই নিয়োজিত হয়ে দেশের মূল্যবান সম্পদ হিসেবে গড়ে তোলার আহবান জানান ছাত্র ছাত্রীদের। সঞ্চালনায় ছিলেন শিক্ষক, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যায়নরত ছাত্র ছাত্রী এবং তাদের অভিভাবক বৃ্ন্দ।
বার্ষিক মিলাদ ও এস এস সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২০২৩