বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশ শরীয়তপুরেঃ বানিজ্য মন্ত্রী
আক্তার হোসেন শরীয়তপুর প্রতিনিধিঃ
বানিজ্য মন্ত্রী বলেন দেশে রমজানকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দেয়। এবছর রমজানে দেশে যথেষ্ট পরিমাণের মজুদ রয়েছে। দাম বাড়ানোর কোন প্রয়োজন নেই। তার পরও যদি কোন অসাধু ব্যবসায়ীরা রমজানে দাম বাড়ায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রামজান মাসটি হল সংযমের মাস। এই মাসে সবার সংযম থাকাটাই জরুরী। শরীয়তপুরের ডামুড্যায় স্মার্ট ভিলেজ এক্সপো (ডিজিটাল পল্লী) মেলা শেষে এই কথা বলেন বানিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সী।
শুক্রবার (১৭ মার্চ) বিকেল সারে ৫ টায় উপজেলা মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ জন্মবার্ষিকী উপলক্ষে বানিজ্য মন্ত্রনালয়ের উদ্দোগে মেলা অনুষ্ঠিত হয়। মেলাটিতে ই-ক্যব ও বিপিসি সার্বিক সহযোগিতা করে।
মন্ত্রী বলেন, আমরা দেশকে হাতের মুঠোয় করার লক্ষে এই ডিজিটাল পল্লী মেলা আয়োজন করেছি। বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আমরা অনেক সতর্কতার সাথে সামনের দিকে এগুচ্ছি। এখন আমাদের ভিশন ২০৪১ সালে দেশ স্মার্ট বাংলাদেশ হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশ হবে উন্নত, শিক্ষিত, চিকিৎসা এগিয়ে যাবে। সবাই সবার কথা ভাববে, সবার বাড়ি থাকবে, সবার শিক্ষা থাকবে এই স্বপ্ন টি তার সুযোগ কন্যা জননেত্রী শেখ হাসিনা পূরণ করে দিয়েছে। আমরা বড় ভাগ্যবান তার মত একজন নেত্রী আমাদের রয়েছে। গত ১৪ বছর নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি। সামনেও করে যাবে।
বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশ, বানিজ্য মন্ত্রী
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের দেশে খাদ্যে কোথাও কোন সংকট নেই। আমরা এক কোটি পরিবারকে রমজান মাস সামনে রেখে বিভিন্ন পন্য বিতরণ করছি। গ্রাম অঞ্চলে ছোলা, ও শহরে খেজুর দিচ্ছি। আমরা ব্যবসায়ীদের বলেছি ন্যায় যেই দাম আছে তা রাখবেন। আমাদের কোন সংকট নেই। বিভিন্ন দেশে আমরা দেখতে পাই রমজান মাস আসলে তারা পন্যের দাম কমিয়ে দেয়। আর ক্রেতাদের বলতে চাই তারা রমজান মাস আসলেই এক সাথে মাসের পুরো বাজারটা যেনো না করে। এতে করে এমনিতেই খাদ্য দ্রব্য বাজার কমে যাবে।
যারা দাম বৃদ্ধি করছে তাদের বিষয়ে কতটুকু পদক্ষেপ নিচ্ছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,ভোক্তা অধিকারের কর্মকর্তারা এ বিষয়ে কাজ করে যাচ্ছে। রমজানে যাতে দাম বৃদ্ধি করতে না পারে সেজন্য ভোক্তা অধিকার ও প্রশাসনকে মোবাইল কোর্ট অব্যহত করতে বলা হয়েছে।
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাসিবা খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ই-ক্যাব সাধারণ সম্পাদক, মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল, ই-লার্নিং এন্ড আর্নিং লি: ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম, ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা আম্বারীন রেজা, দারাজ বাংলাদেশ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদুল হক, জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (এসডিজি বিষয়ক) মুখ্য সমন্বয়ক মোঃ আখতার হোসেন, সহ আরোও অনেকে ই। মেলায় ৭০ টি স্টল বসে। এর মধ্যে জেলার ১৩ স্টল রয়েছে।
বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশ, বানিজ্য মন্ত্রী