বরগুনার আমতলী উপজেলা ছাএলীগের কমিটি হচ্ছে না দীর্ঘ ৫ থেকে ৬ বছর
মো: মামুনুর রশিদ রাতুল, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
প্রায় ৫থেকে ৬ বছর ধরে ছাত্রলীগের কমিটি দেয়া হচ্ছে না বরগুনার আমতলী উপজেলায়। এতে হতাশায় ভুগছেন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটির স্থানীয় কর্মীরা।
কিছু দিন ধরে উপজেলা ছাত্রলীগকর্মীরা একযোগে নিজ নিজ ফেসবুক আইডির মাধ্যমে এই অভিনব প্রতিবাদ জানাচ্ছেন। দীর্ঘদিন কমিটি না হওয়ায় বঙ্গবন্ধুর আদর্শে বেড়ে ওঠা উদ্বিগ্ন কর্মীরা কমিটির দাবিতে আন্দোলনমুখী হতে শুরু করেছেন।
জানা যায়, পদপ্রত্যাশী প্রায় শতাধিক নেতাকর্মী বিগত দিনের আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে এলেও নতুন কমিটি না হওয়ায় অনেকেই ঝরে পড়ছেন। ফলে নতুন নেতৃত্ব সৃষ্টি হচ্ছে না আমতলী উপজেলায়। পরিচয়হীন ছাত্ররাজনীতি থেকে অনেকেই ঘরমুখী হচ্ছেন বলে দেখা গেছে।
তাই কাঙ্খিত প্রর্থীরা তাদের পদ পদবি পেতে নিজেদের অবস্থান থেকে নেতা কর্মী ও জনসাধারণের মাঝে তুলে ধরছেন।বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থীরা জোরে সোরে মাঠে নেমেছে। তাদের মধ্যে অন্যতম আলোচনায় আছেন আমতলী উপজেলা ছাএলীগের সভাপতি প্রার্থী আমতলী উপজেলা ছাএলীগের দূর দিনের ছাএনেতা নাফিজ আল জুনায়েদ লিংকন খান।
আমতলী উপজেলা ছাএলীগের সভাপতি পদপ্রার্থী নাফিজ আল জুনায়েদ লিংকন খান বলেন, আমার পরিবারের সবাই আওয়ামিলীগের সাথে জড়িত। আমার বাবা একজন বীর মুক্তিযুদ্ধা তিনি ৪৫ বছর জাবদ আওয়ামীলীগের সাথে আছেন। তাই আমি ও পারিবারিক ভাবে ছাএলীগের কর্মী হিসেবে গড়ে উঠেছি। আমি দুর্দিনে দলের আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছি।করোনা মহামারী থেকে শুরু করে বন্যার সময় আমার সাধ্য মত মানুষের পাশে দাড়িয়েছে।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্য আমি আমতলী উপজেলা ছাএলীগের সভাপতি প্রার্থী হয়েছি। সংগঠন যদি আমাকে সভাপতির দায়িত্ব দেয় তাহলে কেন্দ্রীয় ও জেলা ছাএলীগের নির্দেশ মতে সংগঠনের সকল কাজ যথাযথ ভাবে পালন করব।