ফরিদপুরের চরভদ্রাসনে কৃষক দলের আলোচনা সভা ও ইফতার
আহম্মেদ আল ইভান, ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয়তাবাদী কৃষক দলের চরভদ্রাসন উপজেলা শাখার আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬এপ্রিল)চরভদ্রাসন উপজেলার মৌলবীচর হাইস্কুলের মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কৃষকদলের চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি কামরুল হাসান ফিরোজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জান এ আলমের পরিচালনায়
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কৃষক দলের আহবায়ক মোঃ রেজাউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজিবুল হাসান সহশিক্ষা বিষয়ক সম্পাদক কৃষকদল কেন্দ্রীয় সংসদ,
চরভদ্রাসন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: কুদ্দুস আলী ।
এ সময় আরো বক্তব্য রাখেন,
মোঃ মুরাদ হোসেন সচিব ফরিদপুর জেলা কৃষকদল,
মহানগর কৃষক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, ,বিএনপি নেতা আরমান আলী সরদার,মোঃ দিপু খান,এ জি এম বাদল আমিন, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মোঃ জিহাদুল ইমলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন
অনুষ্ঠানে বক্তারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান। একই সাথে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারে দাবি জানানো হয়।