ফরিদগঞ্জে জালাল আহমেদ সিআইপির ইফতার সামগ্রী বিতরণ
দীন মোহাম্মদঃ
ফরিদগঞ্জের ১৪ নং দঃ ইউনিয়নের কালিবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাজনৈতিকবিদ জনদরদী গরিবের বন্ধু সিআইপি আলহাজ্ব জালাল আহামেদ সাহেব তার ব্যক্তিগত প্রান্ড থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
গত ৪এপ্রিল ২৩,মঙ্গলবার দুপুর ১টায়,কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের মাঠে। এইসয়ম ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১শত, গরীব, অ-সহায় হতদরিদ্র ,দিনমজুর এর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
। উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ও সিআইসি জালাল আহমেদ সাহেবের বড় বোন মাজেদা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের প্রতিষ্ঠাতার সাবেক সভাপতি, চাঁদপুর জেলা পরিষদের সদস্য প্রার্থী,সিআইপি জালাল সাহেবের ছোট ভাই শাহাবুদ্দিন সাবু, এই সময় আরও উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার ও জালাল সাবের ইউনিয়ন প্রতিনিধি নান্টু মিজি, ৮নং ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম বাচ্চু, পূর্ব বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ১৪ নং দঃ ইউনিয়ন শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন প্রমুখ।
ফরিদগঞ্জে জালাল আহমেদ সিআইপির ইফতার সামগ্রী বিতরণ
নান্টু মিজির চঞ্চালনায় এসময় প্রধান অতিথী ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে বলেন আমরা প্রতিবছরের ন্যায় এবারও আমরা সিআইপি জালাল সাবের নেতৃত্বে আপনাদের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য এসেছি, কিন্তু নেওয়ার জন্য আসি নাই, আমাদের ভাই জালাল আহমেদ আপনাদের সালাম জানাইয়াছে তার জন্য দোয়া করিবেন, এই ফরিদগঞ্জ উপজেলায় আপনাদের পাশে কেউ দাঁড়ায়নি, কিন্তু সময় অ-সময় জালাল সাব আপনাদের পাশে দাঁড়িয়েছে, এবং সব সময় আপনাদের পাশে থাকবে। আপনারা তার জন্য দোয়া করিবেন। আমার ভাই জালাল সাব কোন দিন ষদি এমপি প্রার্থী হয়, তাহলে আপনারা তাঁকে ভোট প্রদান করিবেন। জালাল সাব কে নির্বাচিত করতে পারলে আপনাদেরই উপকারে আসবে, আমাদের সংসারে কারোর কোন অভাব নেই, আমরা আপনাদের জন্যই কাজ করে ষাব। আপনারা আমাদের পাশে সব সময় থাকবেন। আমরা অতিতেও আপনাদের পাশে ছিলাম ভবিষ্যৎতেও ইনশাল্লাহ থাকবো আমরা আপনাদের কাছে দোয়া চাই।
ফরিদগঞ্জে জালাল আহমেদ সিআইপির ইফতার সামগ্রী বিতরণ
উক্ত ইফতার সামগ্রীর মধ্যে মুড়ি ১কেজি, ছনাবুট ২কেজি, চিনি ১কেজি, তেল ২লিটার, খেশারী১কেজি,খেজুর১কজি।