ফরিদগঞ্জে আদর্শ সেবা ফাউন্ডেশন উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
দীন মোহাম্মদঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নে আদর্শ সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে ৫০টি পরিবারে মাঝে প্রতিবারের নেয় এবারও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
গত ৭এপ্রিল ২৩ শুক্রবার সকাল ১১ ঘটিকায় পাইকপাড়া বিদ্যালয় এর মাঠ প্রাঙ্গনে, উক্ত ইফতার সামগ্রীতে ছোলা ১.৫ কেজি, মুড়ি ১কেজি, খেজুর ১কেজি, তেল ১লিটার, খেঁসারি ডাল ১কেজি, চিড়া আধা কেজি, চিনি ১কেজি, পেঁয়াজ ২কেজি,
বেশন আধা কেজি করে প্রতি পরিবারকে দেওয়া হয়।
সংগঠনটি প্রতিবছর একই নিয়মে ইফতার, ঈদ সামগ্রী, ঈদ উপহার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।
এছাড়াও করোনাকালীন সময়ে করোনা প্রতিরোধ বিভিন্ন উপকরণ বিতরণ ও সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
ইফতার সামগ্রী বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার পদপ্রার্থী জিয়াউর রহমান,
উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সালাহ্ উদ্দিন,,সঞ্চালনায় সহসাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ কাউছার, এই সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা জিয়াউর রহমান তার বক্তব্যে বলেন সমাজকে এগিয়ে নিতে এ ধরনের মহতি উদ্যোগ নেওয়া সবারই দায়িত্ব। তিনি সংগঠনের উত্তর উত্তর সাফল্য কামনা করেন। এছাড়া এসব কাজে সমাজের সকল স্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। সংগঠনের সভাপতি সালাহ্ উদ্দিন সবাইকে সামাজিক কাজে সহযোগিতা করায় সংগঠনের সকল পর্যায়ের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
ফরিদগঞ্জে আদর্শ সেবা ফাউন্ডেশন উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ