“প্রগতিশীল তরুণ সমাজ” এর উদ্যোগে বাইতুল মাহমুদ আল-আমীন জামে মসজিদে অনুদান হস্তান্তর
জি এম আরিফুল ইসলামঃ
চাঁদপুর সদর উপজেলা ৯ নং বালিয়া ইউনিয়নে অবস্থিত ২০১৭ সালে মানবতার কাজের ব্রতী নিয়ে প্রতিষ্ঠা লাভ করে এই প্রগতিশীল তরুণ সমাজ সংগঠনটি। একঝাক তরুণ যুব সমাজ কর্তৃক গঠিত ও পরিচালিত একটি অরাজনৈতিক মূলক অনলাইন ভিত্তিক মানব সেবামূলক সংগঠন “প্রগতিশীল তরুণ সমাজ”। সূচনা লগ্ন থেকেই তরুণদের হাতে গড়া এ সংগঠনটি মানবতার আলোকবর্তিকা হিসেবে পর্যায়ক্রমে ধাপে ধাপে বহুবিধ সামাজিক কার্যক্রম সম্পন্ন করে আসছে যার মধ্যে উল্লেখযোগ্য হলে গরিব অসহায় মেয়েদের বিয়ে দেওয়া, অসুস্থ রোগীদের চিকিৎসা সেবা দান ও ঔষধ পত্রাদি প্রদান, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ , বন্যায় কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া,বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ভবন নির্মাণে সার্বিক সহযোগিতা করা, পবিত্র রমজান মাসে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা সহ নানাবিধ সেবামূলক কার্যক্রম। তারই ধারাবাহিকতায় এবারও সংগঠনের সকলের সহযোগিতায় আরো একটি ইসলামিক কাজ সুন্দর ভাবে সম্পন্ন করা হলো। তথা বালিয়া বাজার স্কুল রোড সংলগ্ন বাইতুল মাহমুদ আল-আমীন জামে মসজিদের উন্নয়নকাজে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়।গত ২২ আগস্ট মসজিদের কর্তৃপক্ষের নিকট এই অনুদান হস্তান্তর করা হয়। এসময় উক্ত সংগঠনের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। সংগঠনটি পরিচালকদের মতে সকল সদস্যদের দান করার উদার মন-মানসিকতা ও সকলের মধ্যে একতা বজায় থাকলে তারা ভবিষ্যতে আরো অনেক সামাজিক কাজগুলো খুব সহজে করতে পারবেন। এক্ষেত্রে তারা সকলে সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।