পূর্ব গুজরায় শিবচতুর্দশী উপলক্ষে সার্বজনীন শিব মন্দিরে দুদিনব্যাপী অনুষ্টান সম্পন্ন
মিলন বৈদ্য শুভ,
রাউজান, চট্টগ্রামঃ
রাউজানের ১০ নং পূর্ব গুজরার ঐতিহ্যবাহী সার্বজনীন শ্রীশ্রী শিব মন্দির প্রাঙ্গণে নানা আয়োজনে পালিত হয়েছে শিবচতুর্দশী। এ উপলক্ষে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি (শনি ও রবিবার ) দুদিনব্যাপী ধর্মীয় আলোচনা সভা, গীতা পাঠ,পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক ও নৃত্য অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে ।
সম্মানিত পৃষ্ঠপোষক,জননেতা জনাব এ. বি. এম ফজলে করিম চৌধুরী, মাননীয় এম পি , সভাপতি রেলপথমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
সার্বিক সহযোগিতা, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্বাস উদ্দীন আহমেদ
চেয়ারম্যান ১০ নং ইউনিয়ন পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদ। জনাবা,রুবিনা ইয়াছমিন রুজি, প্যালেন চেয়ারম্যান ১০নং পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদ
জনাব সজল মহাজন বাসু ইউ পি সদস্য ৫ নং ওর্য়াড ১০ নং পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদ।
সম্মানিত উপদেষ্টা,, নেপাল চন্দ্র দে , মনোরঞ্জন বৈদ্য, হরি নারায়ন মহাজন,কালি নারায়ন মহাজন,সুনিল দে,পুলিন দে,বিমল দে , নারায়ন দে,রাখাল চন্দ্র দে,মিলন চক্রবর্ওী,গৌরাঙ্গ মহাজন,অনিল দে, মিলন দে, আনন্দ দে, শেলু দও,বাবুল দও, মনোরঞ্জন দে,
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রী শ্রী দশভুজা ও সাধক রঘুনন্দন চৌধুরীর ধ্যানপীঠ পরিচালনা পরিষদের সভাপতি জ্যোতির্ময় চৌধুরী কাজল ও সাধারণ সম্পাদক আশুতোষ মহাজন।
পূর্ব গুজরায় শিবচতুর্দশী উপলক্ষে সার্বজনীন শিব মন্দিরে দুদিনব্যাপী অনুষ্টান সম্পন্ন
এসময় উপস্থিত ছিলেন, পূজা পরিচালনা পরিষদের পক্ষে মিলন বৈদ্য শুভ, রিটন মহাজন,
সমীর দে, লিটন বৈদ্য রানা, অরবিন্দু দে, তপন বৈদ্য ,পংকজ মহাজন, হারাধন দে, তপন বৈদ্য, ঝন্টু চক্রবর্তী, অজিত বৈদ্য, রুবেল দে, রাজিব দে, পলাশ দও, রুপন দে বিকাশ দও প্রকাশ দও,সুমন মহাজন,প্রদীপ দে, সাজিব দে, দিপংকর দাশ, জিকু দে, বিকাশ দে, পরিতোষ দে,তপন দে, কাজল দে,সুজন দে রাজু দে, সাগর দও, সজল দে,কাজল দে,অপু মহাজন, রাসেল দে, সৈকত দে ও শুভ্রত দে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ভ্রাম্যমান গীতা প্রচার সংঘের সহ-সভাপতি সৈকত বসু,যুগ্ম সম্পাদক অপূর্ব দে, রাজিব দে,অর্থ সম্পাদক সুজন চক্রবর্তী,সাংস্কৃতিক সম্পাদক রাসেল পাল,সুজন প্রমূখ।
পূর্ব গুজরায় শিবচতুর্দশী উপলক্ষে সার্বজনীন শিব মন্দিরে দুদিনব্যাপী অনুষ্টান সম্পন্ন