পাটন মিফতাহুল জান্নাহ মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক কিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মোহসিন পাটোয়ারীঃ
মতলবের নায়েরগাঁও পাটন মিফতাহুল জান্নাহ মাদরাসা ও এতিমখানার উদ্যোগে গতকাল ৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৪ টায় মাদ্রাসার মিলনায়তনে অত্র মাদ্রাসার সভাপতি আব্দুল মতিন পাটোয়ারীর সভাপতিত্বে আলোচনা সভা কিরাত ও হাদিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক দানবীর মোঃ জাহাঙ্গীর আলম শাহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ওমর ফারুক কোকিল তালুকদার, বিশিষ্ট শিক্ষানুরাগী সিরাজুল ইসলাম মাস্টার,বিশিষ্ট সমাজসেবক রুস্তম আলী মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলমগীর হোসেন পাটোয়ারী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক জিশান আহমেদ ফকির, হাদিস ও কিরাত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান মেহমান শাইখুল হাদিস হযরত মাওলানা আহসানুল্লা, দাউদকান্দি, কুমিল্লা।
পাটন মিফতাহুল জান্নাহ মাদ্রাসার ৫০ জন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে হাদিস ও কিরাত প্রতিযোগিতায় ২০ জন শিক্ষার্থীর মাঝে পুরষ্কার বিতরন করেন।
এ সময় শিক্ষার্থীদের অভিভাবক সহ গ্রামের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন
পাটন মিফতাহুল জান্নাহ মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক কিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত