পাটগ্রামে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ পানিতে পড়ে মৃত্যু
মোঃ ওসমান গনি লালমনিরহাট পতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন কুচলীবাড়ী ইউনিয়ন শমসেরপুর গ্রামে মৃত সেকেন্দার রুমির পুকুরে পরে , মানসিক ভারসাম্যহীন ৯০ বছরের বৃদ্ধ ব্যক্তি পানিতে পড়ে মৃত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ১টা , মৃত ব্যক্তি জমর উদ্দিন (৯০) মানসিক ভারসাম্যহীন, পিতা মৃত কসর উদ্দিন, সাং -পানবাড়ি (দীঘলটারী), ডাকঘর- ললিতারহাট, থানা পাটগ্রাম, জেলা লালমনিরহাট গত ১৪/০৩/২০২৩ তারিখ বাদ মাগরিব হতে নিখোঁজ হয় বলে মৃত ব্যক্তির পরিবার ও স্থানীয় লোকদের নিকট জানা যায়।
মৃত ব্যক্তি নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবার তাদের আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করিয়া মৃত জমর উদ্দিন এর সন্ধান না পাইয়া এলাকায় মাইকিং করে। অদ্য বেলা ১ টায় একই ইউনিয়নের শমসেরপুর মৌজাস্থ মৃত সেকেন্দার রুমির পুকুরে জনৈক এজাজুল সেকেন্দার রুমির পুকুরে লাশ দেখতে পেয়ে চিল্লাচিল্লি করলে স্থানীয় লোকজন জমায়েত হয়।
পাটগ্রামে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ পানিতে পড়ে মৃত্যু
স্থানীয় লোকদের মধ্যে হতে জনৈক তহিদার রহমান (মৃত ব্যক্তির তাওয়াতো ভাই) মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করেন এবং তার পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে মৃত ব্যক্তির ছেলে আজিজুল সহ অন্যান্য লোকজন মৃত ব্যক্তির লাশ সনাক্ত করেন।
মৃত ব্যক্তির পরিবার ও স্থানীয় লোকদের নিকট জানা যায় মৃত ব্যক্তি বয়োঃবৃদ্ধ এবং তিনি দীর্ঘদিন হতে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছেন। ইতিপূর্বে মৃত জমর উদ্দিন (৯০) ২/৩ বার বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন বলে জানা যায়।
এলাকার লোকজন ধারণা করছেন হয়তো তিনি পুকুরের পার্শ্বে ভুট্টা ক্ষেতে প্রকৃতি ডাকে মলত্যাগ করে পুকুরে পানি নেয়ার সময় পানিতে ডুবে থাকতে পারেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক।
পাটগ্রামে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ পানিতে পড়ে মৃত্যু