পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় সাজানো ও মিথ্যা চাঁদাবাজী মামলায় মহামান্য হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন ৪ সাংবাদিক। রোববার মহামান্য হাইকোর্টে শুনানি শেষে ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য উপজেলার আগড়ঘাটা উপস্বাস্থ্য কেন্দ্রের সহকারী ডাক্তার দম্পতিসহ কয়েকজন ব্যক্তি তথ্য সংগ্রহকালে সাংবাদিক আব্দুল মজিদ,আসাদুল ইসলাম,ফসিয়ার রহমান,ও মানছুর জাহিদকে লাঞ্চিত করে এবং উল্টো তাদের নামে চাঁদাবাজী মামলা
করে। ঘটনাটি ঘটে ১৯ জানুয়ারী সকালে। যে মামলায় রোববার উচ্চ আদালত থেকে জামিন নিযেছেন। তারা সকলেই বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয়, বিভাগীয় ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ। এদিকে সাংবাদিক নেতা শেখ সেকেন্দার আলী বাদী হয়ে ডাক্তার দম্পতিসহ ৫ জনের বিরুদ্ধে পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। মামলাটি তদন্তের জন্য পিবিআই খুলনাকে দেয়া হয়েছে।