নড়িয়ায় অবৈধ ড্রেজারের কারণে আতঙ্কে দুটি পরিবার সহযোগিতা চেয়েছেন প্রশাসনের
শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়ের মীর কান্দা মোল্লা কান্দি ৪ নং ওয়ার্ডের সামছুল হোক মাদবরের ঘর-বাড়ি ঘেঁষে কৃষি জমিতে ড্রেজার মেশিন ব্যবহার করে চলছে অবৈধ মাটি উত্তোলন। নেপথ্যে রয়েছে অবৈধ ড্রেজার ব্যবসায়ী মোঃ নাঈম ও তার মাটি খেকো বাহিনী। মোঃ নাঈম ও তার মাটি খেকো বাহিনীরা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে এই অবৈধ কার্যক্রম।বিগত দিনে উপজেলা প্রশাসন ব্যবস্থা নিলেও কোন ভাবেই থামানো যাচ্ছে না তাদের।উপজেলা প্রশাসনকে এক প্রকার বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে চালাচ্ছে এই কার্যক্রম।
৯ অক্টোবর (সোমবার ) বিকালে মীর কান্দা পাড়া মোল্লা কান্দি সামছুল হোক মাদবরের বাড়িতে গিয়ে দেখা যায়, দুটি বসত বাড়ি ঘর ঘেঁষে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ভুক্তভোগী পরিবারদের সাথে কথা বলে জানা যায়, তিনদিন যাবত ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে, ড্রেজার মেশিন দিয়ে বালু তোলার কারণে তাদের ঘরবাড়ি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এছাড়াও অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি খননের ফলে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভবনা রয়েছে পাশের কৃষি জমির।
সামছুল হোক মাদবর সহ আসে পাসে কৃষি জমিতে চাষাবাদ করেন এমন অনেক সাধারণ কৃষক উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।