নীলফামারীতে ১৫ পিচ ইয়াবা ও ২৫০ বোতল ফেনসিডিল সহ আটক ৩
তপন দাস, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে পৃথক ২ টি মাদক অভিযানে ১৫ পিচ ইয়াবা ও ২৫০ বোতল ফেনসিডিলসহ রেজিষ্ট্রেশন বিহীন একটি মটর সাইকেল ও ০ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।নীলফামারীর ডিমলা থানা পুলিশ ও জলঢাকা থানা পুলিশ গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা বাসস্টান্ডে ও জলঢাকার শহরের ট্রাফিক মোড়ে অভিযান পরিচালনা করে ।
এসময় ডিমলা ইসলামিয়া কলেজ সংলগ্ন রাস্তায় ৭/৮ জন মাদক ব্যবসায়ী একটি ভ্যানে করে চার বান্ডিল হাত ওয়ালা চেয়ারের মধ্যে অভিনব কায়দায় ফেনসিডিল বহন করার সময় ডিমলা থানা পুলিশ ভ্যানটিকে দার করালে মাদক ব্যবসায়ীরা ভ্যানটিকে রেখে পালিয়ে যেতে ধরলে তাদের ধাওয়া করে ০২ জনকে আটক করে ডিমলা থানা পুলিশ ।
এদিকে গতকাল রাতেই জলঢাকা শহরের ট্রাফিক মোড় হতে গোপন সংবাদের ভিভিত্তে লক্ষণ রায় নামে এক মাদক ব্যবসায়ীকে ১৫ পিচ ইয়াবা সহ আটক করে জলঢাকা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ওসি ফিরোজ কবির বলেন আটক কৃত মাদক ব্যবসায়ী কে ১৫ পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে এবং আদালতে মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে এদিকে ডিমলা থানার ওসি লাইছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন মাদক ব্যবসায়ীরা ডিমলা ঢাকা বাস স্ট্যান্ডে অবস্থানরত আর এস পরিবহন নামক ঢাকা গামী নৈশ কোচের ছাদের উপর হইতে ডিবি পুলিশের পরিচয় দিয়া চার বান্ডিল হাতা ওয়ালা একত্রে নয়টি প্লাস্টিক চেয়ার যাহার মধ্যে প্রতিটি বান্ডিলের নিচের চেয়ারটি ছাড়া উপরের বাকি ৮টি চেয়ারের তলা কাটিয়ে অভিনব কায়দায় মাদকদ্রব্য ফেনসিডিল বহন করে। এবং অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখে এবং নিজেরা পুলিশ সদস্য না হয়ে ও ভুয়া পুলিশ সদস্য পরিচয় দিয়ে সেগুলো নিয়ে যেতে শুরু করে তারা আর তখনি তাদের আটক করা হয় এবং বাসস্টানে রেখে যাওয়া তাদের ১৫০ সিসির একটি এ্যাপাসি মোটসাইকেল জব্দ করা যা রেজিস্টার বিহীন গাড়ি এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর সারণী এর ১৪(গ) এবং তৎসহ পেনাল কোড আইন ১৮৬০ এর ১৭০ ধারায় একটি এজাহার করা হয়েছে । যাহার মামলা নং-২৩, তারিখ-২৮ মার্চ ২০২৩ ইং। জব্দ তালিকা তৈরী করে আটককৃত ব্যক্তিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নীলফামারীতে ১৫ পিচ ইয়াবা ও ২৫০ বোতল ফেনসিডিল সহ আটক ৩