নীলফামারীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ
তপন দাস, নীলফামারী প্রতিনিধিঃ
জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাব সমূহ (এক ধরণের মোবাইল কম্পিউটার) মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন সরকারি, এমপিওভুক্ত (মাধ্যমিক পর্যায়ে) শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।
রবিবার (২-এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ৩৬ টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২শ, ১৬ জন শিক্ষার্থীদের ট্যাব বিতরণ কার্যক্রম করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ (ডোমার ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
নীলফামারীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন, ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান।
এই ট্যাব বিতরণ কার্যক্রমে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষিকা ছাত্র ছাত্রী অভিভাবক উপস্থিত ছিলেন।
নীলফামারীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ